হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ইমাম পরিষদের শীতবস্ত্র বিতরণ
তথ্য বিবরণী
খুলনা জেলা ইমাম পরিষদ ১৬ নম্বর ওয়ার্ড শাখার ইমামদের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও এলাকায় বসবাসরত হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গতকাল বুধবার দুপুরে খুলনার বয়রা বায়তুন নাজাত জামে মসজিদ ও জেলা ইমাম পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ^াস।
জেলা ইমাম পরিষদ ১৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুফতি মিরাজ মাহমুদের সভাপতিত্বে পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি মুহা: ইলিয়াস জাহাবাদীর পরিচলায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামান, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ১৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আবিদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, মোঃ সাঈদুর রহমান, মাওলানা আনোয়ারুল আজম, মাওলানা হাশমত আলী, হাফেজ মাসুম বিল্লাহ ও মোঃ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে হতদরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।