January 23, 2025
জাতীয়

হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার টাকা কম

দক্ষিণাঞ্চল ডেস্ক
চলতি বছর যারা হজ করতে সৌদি আরব যাবেন, তাদের বিমান ভাড়া লাগবে ১ লাখ ২৮ হাজার টাকা, যা গতবারের চেয়ে ১০ হাজার ১৯১ টাকা কম। সচিবালয়ে বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ কথা জানান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতবছর যাত্রীপ্রতি ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। এ বছর তা কমিয়ে আনা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল­াহ, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, ধর্মসচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ এজেন্সিগুলোর সংগঠন হাব ও ট্র্যাভেল এজেন্টদের সংগঠন আটাবের প্রতিনিধিরা আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নতুন সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ মো. আবদুল­াহ বলেছিলেন, প্রতিবছরই হজের মৌসুমে নানা অনিয়মের অভিযোগ ‘স্বাভাবিক ঘটনায়’ পরিণত হয়েছে। তিনি চান না, হজ নিয়ে এবার কোনো কথা হোক।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে গতবছর এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পান। নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ‘ব্যক্তিগত কারণে’ তাদের মধ্যে ৬২৭ জন যেতে পারেননি। গতবছর হযাত্রীদের মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন জেদ্দায় পৌঁছান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে। বাকিদের সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *