January 20, 2025
আন্তর্জাতিককরোনা

হংকংয়ে একই ব্যক্তি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত

প্রায় সাড়ে চার মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা এক ব্যক্তি ফের এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। হংকংয়ের এই বাসিন্দার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসার পর সেখানকার বিজ্ঞানীরা বলেছেন, অল্প কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি।

তারা বলেছেন, ভাইরাসের জিনগত সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, ওই ব্যক্তির শরীরে ভাইরাসের দু’টি প্রজাতি পাওয়া গেছে; যা স্পষ্টতই ভিন্ন। হংকংয়ের এই ব্যক্তির ঘটনা বিশ্বে প্রথমবারের মতো পরীক্ষায় দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার নিশ্চিত প্রমাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, একজন রোগীর ওপর ভিত্তি করে কোনও ধরনের সিদ্ধান্তে না পৌঁছানোই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, ফের সংক্রমিত হওয়ার ঘটনা বিরল হলেও গুরুতর নয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ৮ লাখের বেশি মানুষ।

যারা করোনায় আক্রান্ত হন তাদের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে; যা পুনরায় সংক্রমিত হওয়া থেকে তাদের রক্ষায় সহায়তা করে। তবে সবচেয়ে গুরুতর অসুস্থ রোগীদের শরীরে শক্তিশালী প্রতিরোধ দেখা গেছে।

তবে এই সুরক্ষা অথবা ইমিউনিটি কতদিন টিকে থাকতে পারে তা এখনও পরিষ্কার নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ বিষয়ে আরও বেশি জানতে আগে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের নিয়ে গবেষণা প্রয়োজন।

ইউনিভার্সিটি অব হংকংয়ের এই প্রতিবেদন ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেসে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রথমবার ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার আগে ১৪ দিন হাসপাতালে ছিলেন। এরপর তার শরীরে আর কোনও উপসর্গ দেখা যায়নি। পরে দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *