December 27, 2024
আঞ্চলিক

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও ছাত্রনেতার মৃত্যুতে নগর ছাত্রলীগের শোক

খবর বিজ্ঞপ্তি

গত ১২ ই ফেব্রুয়ারি সরকারী বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কিশোর কুমার পাল, গত ১৩ই ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার ছাত্রনেতা আরিফুর রহমান আকাশ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এবং খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আযম খান কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সঞ্জিব সাহা (৬৫) ও ৩১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের পিতা মোঃ মোজাম্মেল ঘোরামী (৭০) মৃত্যুবরণ করায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ।

খুলনা মহানগর ছাত্রলীগ তাদের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং তাদের বিহেদী আত্মার শান্তি ও স্বর্গীয় কামনা করেছে সাথে সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *