সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় জিএমসিএইচ’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-যশোর মহাসড়কে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন (৬২), এনেস্থিসিয়া চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন (৬০) ও প্রাইভেটকারের চালক জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান এক শোক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। একই সাথে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।