সড়ক দুর্ঘটনায় কুয়েট কর্মচারী গুরুতর আহত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কুয়েটের সিনিয়র ডাকা প্রসেসর ও খানজাহান আলী থানা পুজা উৎযাপন কমিটির সহ-সভাপতি মিন্টু কুমার দত্ত (৩৯) গতকাল শনিবার বিকালে শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
পরিবার জানান, পৌনে ৩টার দিকে ফুলবাড়ীগেট থেকে কাজ শেষে মটরসাইলে যোগে বাসায় ফেরার পথে খানজাহান আলীর থানা রোডের পরশ ফ্লাওয়ার মিলের সামনে আসলে গলি পথ থেকে বের হওয়া বেপরোয়া একটি মটারসাইকেল তার মটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পার্শবর্তিরা তাকে উদ্ধার করে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যায়। ডাক্তার জানিয়েছেন তার ডান হাত ভেঙ্গে গেছে এছাড়া তার শরিরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে।
উল্লেখ্য থানার সামনের এই ব্যস্ততম সড়কটিতে থানা পুলিশের নাকের ডগায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যানবাহন পার্কিং করে রাখায় প্রতিনিয়ত এখানে দূর্ঘটনা ঘটে চলেছে। এমনকি এই কি এই সড়কে একাধীক প্রাণহানীর মাতো ঘটনা ঘটলেও সড়কের ্ উপর থেকে অবৈধ পার্কিং বন্ধ করা যায়নি।