সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের চিকিৎসার জন্য ইউএনও’র আর্থিক সহায়তা
পাইকগাছা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র সাব্বিরের চিকিৎসার জন্য এবার মহানুভবতার পরিচয় দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি গতকাল বুধবার বিকালে নিজ কার্যালয়ে সাব্বিরের পিতা মুনছুর আলী সরদারের নিকট সাব্বিরের চিকিৎসার জন্য ব্যক্তিগত ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি সমাজের বিত্তবানদের সাব্বিরের চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক জয়দেব কুমার রায়। উলেখ্য, গত ৯ জানুয়ারী উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে ঈগল পরিবহনের সাথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাসির সাব্বির গুরুতর আহত হয়। বর্তমানে সে আবু নাসের হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকা জনক দূর্ঘটনার পর হতে এখনও সে অচেতন রয়েছে বলে তার পরিবার জানিয়েছে।