সড়কে অবৈধ নসিমন, করিমন ও থ্রী-হুইলার বন্ধের দাবিতে রূপসায় মানববন্ধন
রূপসা প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদের আয়োজনে ১৮টি রুটে ২২টি সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পূর্ব রূপসা ঘাট এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দরা সড়ক ও মহাসড়কে বাস চলাচলরত সকল রাস্তায় অবৈধ নসিমন, করিমন, থ্রী-হুইলার, ভাড়ায় চালিত মোটরসাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস, কোচ ও সরকারী নিয়ম বর্হিভীত বিআরটিসি অবিলম্বে বন্ধের দাবি জানান। তারা আরও বলেন, প্রশাসন অর্থের বিনিময় অবৈধ যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে। তাই দ্রæত এসকল যান বাহন বন্ধ করতে হবে। তা না হলে তারা আরও কঠিন আন্দোলন করার ঘোষনা দেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমীক আঞ্চলিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক লিপনের সভাপতিত্বে বক্তৃতা করেন আকতার হোসেন খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, দেলোয়ার হোসেন, রেজাউল হক, সাইফুল ইসলাম, হারুন মোল্লা, আরিফুর রহমান মোল্লা, জাহিদুর রহমান, মিঠু মোল্লা, আ. সালাম, মো. তৌহিদ উদ্দিন শেখ, আ. মালেক. ওসমান গনি, আ. খালেক, কামরুল ইসলাম, হুমায়ূন কবীর, মিন্টু হাওলাদার, মো. জামাল, রিংকু দাস, ফিরোজ শেখ, রবিউল ইসলাম, শেখ মিজানুর রহমান, অনিশেষ দাস, মো. রাজু প্রমূখ।