সৎসঙ্গ বিহার-খুলনা’র আয়োজনে বিভাগীয় সৎসঙ্গ উৎসব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩২তম জন্ম মহোৎসব ও খুলনা বিভাগীয় সৎসঙ্গ উৎসব উপলক্ষে সৎসঙ্গ বিহার-খুলনা ২৫ ও ২৬ ডিসেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় সৎসঙ্গ বিহার-খুলনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, সহ-প্রতিঋত্বিক মৃত্যুঞ্জয় সিংহরায় (ভারত) ও সহ-প্রতিঋত্বিক সরোজিৎ ভূইয়া (ভারত)। সভাপতিত্ব করেন সৎসঙ্গ বিহার-খুলনা’র সভাপতি সহ-প্রতিঋত্বিক সুধীর কুমার রায়। এর পূর্বে বিকেল ৪টায় মাতৃ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এড. নিমাই চন্দ্র রায়, সংরক্ষরিত কাউন্সিলার মাহমুদা বেগম। সভাপতিত্ব করেন সৎসঙ্গ বিহার-খুলনা’র প্রবীণ সদস্য পুষ্পরানী বিশ্বাস।
আলোচনা করেন অঞ্জলি গাইন, শৈবালিনী হালদার, সরোজিনী বালা প্রমুখ। দুপুর ২টায় সৎসঙ্গ যুব সম্মেলনে সহ-প্রতিঋত্বিক ডাঃ সুব্রত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দিব্যদ্যুতি সরকার। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রকৌশলী চয়ন মণ্ডল। সকাল ১১টায় বিশ্ব শান্তি কামনায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানমালায় সঞ্চালক ছিলেন এড. হেমন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক, সৎসঙ্গ বিহার-খুলনা; ডাঃ কবিতা মণ্ডল, আশিষ কুমার মল্লিক ও বিশ্বজিৎ সরকার।