November 23, 2024
জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও অন্যদের বিরুদ্ধে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে করোনা ভাইরাসের সনদ দেওয়ার নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের স্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ও বর্তমান চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বাধীন একটি দল।

গত ৬ আগস্ট শেখ মো. ফানাফিল্যার স্বাক্ষরিত পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপ-পরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে তলব করা হয়। বুধবার তারা হাজির হলে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

একই বিষয়ে আগামী ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে তলব করা হয়েছে। করোনা ভাইরাস মহামারিতে মাস্ক, পিপিইসহ অন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অনুসন্ধানের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *