November 23, 2024
Uncategorized

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুলকে সরিয়ে দেওয়া হচ্ছে

করোনাকালে মাস্ক, পিপিই কেনায় দুর্নীতি এবং লাইসেন্সের মেয়াদ হওয়া রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করায় সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। এর জেরে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

তার পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে মহাপরিচালকের পাশাপাশি পরিচালক (হাসপাতাল) আমিনুল ইসলামের নামও অভিযোগের খাতায় চলে এসেছে। এজন্য তাকেও অব্যাহতি দেওয়া হচ্ছে।

অন্যদিকে, সচিবালয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ অধিদপ্তরকে ঢেলে সাজাতে ইতিবাচত ভূমিকা রাখবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *