November 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

স্বাস্থ্যসেবা প্রদানে খুবির সাথে ইউনাইটেড হাসপাতালের চুক্তি স্বাক্ষরিত

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদানে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং ইউনাইটেড হাসপাতালের পক্ষে কমিউনিকেশন এন্ড বিজনেস বিভাগের পরিচালক ডাঃ সাগুফা আনোয়ার। চুক্তিপত্রের কপি বৃহস্পতিবার উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।
এসময় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক প্রধান এবং সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা নির্ধারিত শর্ত সাপেক্ষে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা পাবেন। প্রাথমিকভাবে এই চুক্তি এক বছর কার্যকর থাকবে। পরবর্তীতে তা বৃদ্ধি করা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *