December 21, 2024
আন্তর্জাতিক

স্বাস্থ্যসেবা দিতে গিয়ে চীনে করোনায় আক্রান্ত ১৭’শ

দক্ষিণাঞ্চল ডেস্ক

করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করেছিলেন চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। শেষ পর্যন্ত তিনিই এই ভাইরাসে আক্রান্ত হয়ে স¤প্রতি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ১২১ জনের মৃত্যু হয়েছে শুক্রবার। গতকাল এই সংখ্যাটা ছিলো আরও বেশি। করোনার প্রভাবে এদিন মারা গেছে ২৪২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে গেছে।

এমন পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেবা দিতে গিয়ে তারাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট জিঙ ইক্সিন আজ বলেন, আক্রান্ত ব্যক্তিদের সেবা দিতে গিয়ে করোনার আক্রমণের শিকার হয়েছেন এক হাজার সাতশ ১৬ জন। এর মধ্যে ৬ জন মারা গেছেন। স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের হার বেড়েই চলছে।

জিঙ ইক্সিন বলেন, বর্তমানে করোনাভাইরাস মোকাবিলায় তারা সবার সামনে থেকে কাজ করছেন। তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তাদের বিশ্রামের সময়ও নেই বললেই চলে। এছাড়া মানসিক চাপ তো আছেই। তার মধ্যে আবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তাদের মধ্যে সবচেয়ে বেশি।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *