‘স্বামীকে বেঁধে রেখে দলবেঁধে ধর্ষণ’, গ্রেফতার ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সাভার মডেল থানার এসআই প্রাণ কৃষ্ণ রায় জানান। গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার রায়হান (২৫) ও আলামিন (২২)।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাউন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পরদিন ওই নারী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন বলে এসআই জানান। ওই নারীর বাড়িও একই এলাকায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মামলার বরাতে এসআই বলেন, ওই নারী ও তার স্বামী পাওনা টাকা চাইতে শুক্রবার রাতে রায়হানের কাছে যান। এ সময় রায়হান ও আলামিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রায়হান ও আলামিনসহ তাদের আরও তিন বন্ধু কৌঁশলে ওই নারী ও তার স্বামীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়।পরে স্বামীকে বেঁধে রেখে তারা ওই নারীকে ধর্ষণ করে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলানো হচ্ছে বলে এসআই জানান।