January 20, 2025
জাতীয়

স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

রাজধানীর রামপুরায় স্বামীকে খুঁজতে গিয়ে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ধর্ষক মহর আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা সম্পর্কে রোববার (১৬ আগস্ট) রাতে রামপুরা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. রেজাউল করিম জানান, রামপুরা পূর্ব হাজিপাড়ায় স্বামীর সঙ্গে থাকেন ওই নারী। আগে গার্মেন্টসে চাকরী করলেও বর্তমানে বেকার ছিলেন তিনি। গতকাল শনিবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এতে স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্বামীর বন্ধু মহর আলী ওই নারীকে ফোন দিয়ে বলে, তার স্বামী তার বাসায় গিয়েছে, তিনি যেন এখনই গিয়ে স্বামীকে বুঝিয়ে বাসায় নিয়ে যান।

রামপুরা থানার উপ-পরিদশর্ক (এসআই) আরও জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী পূর্ব হাজিপাড়ায় মহরের বাসায় গেলে সেখানে তার স্বামীকে দেখতে পাননি। তখন মহর তাকে বাসার ভিতর আটকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে রাতেই সেখান থেকে ওই নারী তার বাসায় ফিরে যান। বাসায় ফেরার পর তিনি কোথায় গিয়েছিলেন স্বামী তা জানতে চাইলে প্রথমে কিছুই বলতে চাচ্ছিলেন তিনি। এক পর্যায়ে স্বামীকে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন।

রোববার দুপুরে স্বামী-স্ত্রী থানায় এসে অভিযোগ দেন। এরপর অভিযোগটি মামলা আকারে নেওয়া হয়। এর পরপরই অভিযান চালিয়ে ধর্ষক মহর আলীকে গ্রেফতার করা হয়। আর গৃহবধুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষক মহর একেক সময় একেক পেশায় কাজ করে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানান এসআই মো. রেজাউল করিম।

ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *