স্বামীকে আটকে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আটক ৫
দক্ষিণাঞ্চল ডেস্ক
টাঙ্গাইল শহরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি সায়েদুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশ আটককৃতদের নাম-ধাম বলেনি।
ওসি সায়েদুর অভিযোগের বরাতে বলেন, শুক্রবার রাত ৯টার দিকে স্বামীকে একটা ঘরে আটকে রেখে প্রথম দফায় তিনজন ধর্ষণ করে। পরে তার স্বামীকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। আর স্ত্রীকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করে তারা। তৃতীয় দফায় আরেকটি রুমে নিয়েও দলবেঁধে ধর্ষণ করে। পরে তার স্বামীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে স্ত্রীকে উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশ। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।