স্বাভাবিক কেনাকাটায় কিছুটা ছাড়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
রোজার মধ্যে ও ঈদ সামনে রেখে মানুষ যাতে স্বাভাবিকভাকে একটু কিছু কিনতে পারে সে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য কিছুটা ছাড় দেওয়ার কথাও বলেন তিনি।
সোমবার (৪ মে) গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোজার মধ্যে ঈদের সময় মানুষ যাতে একটু কেনাকাটা করতে পারে সে ব্যবস্থা করতে হবে। তবে বেশি ভিড় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বাভাবিক কেনাকাটার জন্য একটু ছাড় দিতে হবে। সবকিছু বন্ধ করে দিয়েন না, মানুষ যাতে স্বাভাবিকভাবে একটু চলাফেরা করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। সামনের ঈদ পারিবারিকভাবে যাতে উদযাপন করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
‘পরিস্থিতি যাতে বেশি বিস্তৃতি লাভ করতে না পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। যেহেতু রমজান মাস চলছে মানুষের চলাফেরা যাতে সমস্যা না হয় সেটা দেখতে হবে। ক্ষুদ্র শিল্পগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়।’
সব ধরনের পণ্য পরিবহনে রেলওয়েতে লাগেজ ভ্যান যুক্ত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে রেলে লাগেজ ভ্যান দিয়ে পণ্য পরিবহন করা যেতে পারে। শুধু খাদ্যপণ্য নয়, যে কোনো পণ্য যাতে ব্যবহার করা যায়। যেহেতু সড়ক পরিবহন বন্ধ রয়েছে সেহেতু এ ব্যবস্থা করা যেতে পারে।
তিনি করোনা মোকাবিলা কাজ করার জন্য পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ বাহিনীকে ধন্যবাদ। সারা বাংলাদেশে তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সেনাবাহিনী খুব ভালো কাজ করছে। সেনাবাহিনীসহ শসস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা প্রত্যেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন- এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।