স্বাধীন সমাজ কল্যাণ যুব সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র উদ্যোগে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয় চত্বরে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’র সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, হরিদাশ মন্ডল, দিদারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মো. আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য জেনারুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিএম মামুন কবির, সঞ্জয় কুমার মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, রিয়াজ হোসেন, শাহিনুর, হাসিবুল ইসলাম বাপ্পি, মিরাজুল, আহকামুল খোকন, মনিরুল, প্রশান্ত, আফজাল, মোজাহিদুল, শামীম প্রমুখ।