স্বাধীনতার ৫০ বছর উদযাপনে বিএনপির বিশেষ কমিটি
দক্ষিণাঞ্চল ডেস্ক
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে একটি বিশেষ কমিটি করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহŸায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, এ কমিটির সদস্যরা হচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। কমিটির সদস্যরা প্রয়োজনে আরও সদস্য যুক্ত করবেন বলে জানান ফখরুল।