January 9, 2025
জাতীয়লেটেস্ট

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চালু হবে মেট্রোরেল

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বাংলাদেশ যখন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করবে, সেই বছর ১৬ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের সম্পূর্ণ অংশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার মেট্রোরেল নির্মাণ প্রকল্পের আগারগাঁও সাইট অফিসে নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে এক সভা শেষে এ তথ্য জানান তিনি।

কাদের বলেন, মেট্রোরেলের পূর্ত কাজ শেষ হবে আগামী বছর ডিসেম্বরে। আর ২০২১ সালের ১৬ ডিসেম্বরে সম্পূর্ণভাবে উদ্বোধন করা হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ যাত্রীদের ৩৮ মিনিটে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় মেট্রোরেল রুট-৬ এর নির্মাণযজ্ঞ শুরু হয় ২০১৬ সালের জুনে।

জাপানি সহায়তায় প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্পের প্রথম পর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ করে ২০২০ সালের শেষ দিকে নগরবাসীর জন্য মেট্রোরেল উন্মুক্ত করার পরিকল্পনার কথা সে সময় জানিয়েছিলেন ওবায়দুল কাদের।

সেই সময় প্রায় এক বছর পিছিয়ে এখন ২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল রুট-৬ পুরোপুরি চালু হওয়ার আশার কথা বললেন তিনি।

সরকার বলে আসছে, মেট্রোরেলের এই পথে প্রতি ঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। আর তাতে সড়কে চাপ আর যানজটের ভোগান্তিও কমবে। তবে কেবল এমআরটি ৬ এর নির্মাণকাজ শেষে হলেই যানজট শেষ হয়ে যাবে- এমন ভাবনা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলছেন, ২০৩০ সাল নাগাদ মেট্রোরেলের ছয়টি রুটের কাজ শেষ হবে। তখন যানজটের ভোগান্তি অনেকটা কমে আসবে বলে আশা করা যায়।

বিমানবন্দর থেকে কমলাপুর ২০ কিলোমিটার এমআরটি লাইন-১ এর কাজ শিগগিরই শুরু করা যাবে জানিয়ে কাদের বলেন, এ রুটেই দেশের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হতে যাচ্ছে। এর খরচ হবে পদ্মা সেতু ও এমআরটি লাইন-৬ এর খরচের সমান।

মেট্রোরেল প্রকল্পের আগারগাঁও সাইট অফিসে নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে বুধবার এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেলের নির্মাণ কাজের কারণে সাময়িক অসুবিধা ‘মেনে নেওয়ায়’ নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, এ নির্মাণ কাজের জন্য রাস্তায় সেক্রিফাইস করতে হয়েছে। দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য সাময়িক দুর্ভোগ মেনে নিতে হয়।

২০৩০ সাল পর্যন্ত এ দুর্ভোগ মেনে নিতে হবে, তবে একটি লাইন শুরু হলে আস্তে আস্তে ভোগান্তিও কমতে থাকবে। সিঙ্গাপুরে এসব কাজে ২৫ বছর লেগে গেছে। আমাদের দেশে ১৮ বছরে কম সময়েই হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, মেট্রোরেলের বগিতে থাকবে লাল-সবুজ রংয়ের প্রাধান্য। প্রতিটি রেলে একটি বগি নারীদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।

কারা তত্ত¡াবধানে খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দেওয়া হচ্ছে দাবি করে বিএনপি নেতারা রাজনীতিবিদদের জন্য ওই টাকার ইফতারের আয়োজন করায় বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইফতারি ধর্মীর বিষয়, বেশি টাকার ইফতার সামগ্রী ব্যবহার করেৃ এটা জানা নেই। এ নিয়ে পলিটিক্স হবে জানা ছিল না। জেলে থাকতে হলে জেল কোড মেনে নিতে হয় মন্তব্য করে কাদের বলেন, জেল শুরু হওয়ার পর থেকেই এ নিয়ম হয়ে আসছে। এটা কোনো বিষয়টা না যে বিতর্ক হতে পারে।

ইফতার নিয়ে খালেদা জিয়া অসন্তুষ্ট হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া যাবে জানিয়ে কাদের বলেন, ৩০ টাকার ইফতারে খালেদা জিয়া অসন্তুষ্ট হলে কর্তৃপক্ষকে বলতে পারি ব্যবস্থা নিতে। খালেদা জিয়া কষ্ট পেলে অতিরিক্ত ব্যবস্থা করব।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *