স্বাচিপ খুলনা জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল বৃহস্পতিবার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম এর সভাপতিত্বে ও স্বাচিপ, খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো: মেহেদী নেওয়াজ এর সঞ্চানালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় খুলনা কনভেনশন সেন্টার, সোনাডাঙ্গা, বাইপাস খুলনাতে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস. এম. কামাল হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন স্বাচিপ খুলনা জেলা শাখার সহ-সভাপতি ডা. মোল্লা হারুন-অর-রশীদ ও ডা. মো: সালাউদ্দিন রহমতুল্ল্যা। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা. সুমন রায়, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. বিষ্ণু পদ সাহা, ডা. মো: ইউনুচ-উজ-জামান খাঁন তারিম, ডা. এস.এম. তুষার আলম, ডা. মো: জিল্লুর রহমান তরুন, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. এস.এম. মাহামুদুর রহমান রিজভী, ডা. অনল রায়, ডা. সুদীপ পাল।
এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর ডা. কাজী হামিদ আসগার, ডা. তোজাম্মেল হোসেন জোয়াদ্দার, ডা. আনোয়ারুল আজাদ, ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, ডা. মো: কুতুব উদ্দীন মল্লিক, ডা. শ.ম. জুলকার নাইম, ডা. মোসা: ডালিয়া আখতার, ডা. উৎপল কুমার চন্দ, ডা. এস.এম. দিদারুল আলম শাহীন, ডা. শেখ শহীদুর রহমান, ডা. শীতেষ চন্দ্র ব্যানার্জী, ডা. ডলি হালদার, ডা. হিমেল সাহা, ডা. পার্থ প্রতীম দেবনাথ, ডা. বিপ্লব বিশ্বাস, ডা. বাপ্পা রাজ দত্ত, ডা. উপানন্দ্য রায়, ডা. মোহাম্মদ হাসান, ডা. শাহীন আকতার শেখ, ডা. ফিরোজ হাসান, ডা. খালেদ মাহমুদ, ডা. মো: রকিবুল ইসলাম, ডা. ফিরোজ আহমেদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. সাইফুল্লাহ মানসুর ও ডা. শিমুল চক্রবর্তী প্রমূখ।