স্বরাষ্ট্র সচিবের সাথে মানবাধিকার কমিশনের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামানের সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একজন সৎ ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে মোঃ শহিদুজ্জমান স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, খুলনা বিভাগের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেনÑমানবতাবাদী এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী, এ্যাডভোকেট রামকৃষ্ণ বিশ্বাস, এ্যাডভোকেট সুনীল চন্দ্র বিশ্বাস, এ্যাডভোকেট দেবানন্দ হুই চৌধুরী, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু, এ্যাডভোকেট পলাশী মজুমদার, এ্যাডভোকেট নিহির কুমার বিশ্বাস, এ্যাডভোকেট শেখ আমিনুল ইসলাম, রুমি পারভীন, মনোয়ারা বেগম, শিরিনা পারভীন প্রমুখ।