October 18, 2024
জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেক জালিয়াতি , কারাগারে পরিদর্শকসহ দুই পুলিশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চেক জালিয়াতি করতে গিয়ে রাজধানী ধরা পড়েছেন পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য। এরা হলেন- পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে কর্মরত পরিদর্শক মীর আবুল কালাম আজাদ (৫৫) ও এএসআই মোস্তাফিজুর রহমান (৩৮)। আজাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল­ার দেলপাড়ায়, মুস্তাফিজের বাড়ি টাঙ্গাইল সদরের বায়োটায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামের করা মামলায় বৃহস্পতিবার আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছে বলে রমনা থানার ওসি মাইনুল ইসলাম জানিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দুই আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি চেক (ক-৭৮৬৮২৯৩) সংগ্রহের পর স্বাক্ষর জাল করে ৩৫ লাখ তোলার জন্য ২৪ জুলাই সোনালী ব্যাংকের কাকরাইল শাখায় জমা দেয়।

বাংলাদেশ ব্যাংক থেকে ২৮ জুলাই ফোন করে ওই চেকের স্বাক্ষরের সঙ্গে ব্যাংকের কাছে সংরক্ষিত নমুনা স্বাক্ষরের মিল না থাকার কথা মামলার বাদি শফিকুলকে জানানো হয়। তিনি কাকরাইল শাখার ব্যবস্থাপককে ফোন করে চেকটির ‘ক্লিয়ারেন্স’ না দিতে অনুরোধ করেন।

সেসঙ্গে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে জালিয়াতির বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কাকরাইল শাখা বরাবর একটি চিঠি পাঠানো হয়। অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দুই পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

ঢাকা রেঞ্জের পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *