January 3, 2025
আন্তর্জাতিক

স্পেনে হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষে নিহত ৭

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্পেনের ভূমধ্যসাগরীয় দ্বীপ মায়োর্কার আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি ছোট, হাল্কা বিমানের সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদপত্র দিয়ারিয়ো দে মায়োর্কা জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩৬ মিনিটে দ্বীপের ইনকা শহরের ইনকা হাসপাতালের ওপরের আকাশে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের বয়স ১৮ বছরের কম বলে আঞ্চলিক সরকারের জানিয়েছে। ওই দুই জনসহ নিহত পাঁচ জন হেলিকপ্টারের আরোহী ছিলেন, নিহত বাকি দুই জন দুই আসনের ওই ছোট বিমানটিতে ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় দমকল বিভাগ থেকে পাওয়া ছবিতে ইনকার রাস্তায় আকাশযান দুটির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। একটি বাগানের ভেতর পড়া কিছু ধ্বংসস্তূপে আগুন জ্বলছে, এমন ছবিও দেখা গেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *