January 20, 2025
আন্তর্জাতিককরোনা

স্পেনে করোনায় একদিনে সর্বোচ্চ ৮৬৪ মৃত্যু

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেও একটানা মরণ কামড় বসিয়ে চলেছে করোনা। এ ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত স্পেনে একদিনের হিসেবে এটি সর্বোচ্চ মৃত্যু। এ সময়ের ভেতর দেশটিতে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যাও ১ লাখ ছাড়িয়েছে।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯৪ হাজার ৪১৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৩৬ জনে।

এ নিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫৩ জনে। সরকারি হিসেবে আগের দিন মোট মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ১৮৯ জন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনা মহামারিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানব জাতির জন্য সবচেয়ে ভয়ঙ্কর সংকট বলে অভিহিত করেছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একজোট হয়ে আগ্রাসী পদক্ষেপ নিয়ে কাজের আহ্বান জানান তিনি। করোনা মহামারির কারণে বিশ্বে এমন অর্থনৈতিক মন্দা দেখা দেবে, দীর্ঘকাল মানুষ যার মুখোমুখি হয়নি, বলেন গুতেরেস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *