স্ত্রীর মুখ ঝলসে দেয়ার মামলায় স্বামী গ্রেফতার
দক্ষিণাঞ্চল ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রী হাবিবা আক্তারের (২০) মুখ ঝলসে দেয়ার ঘটনায় তার স্বামী মমিনুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী তাকে গ্রেফতার করেন। সে ওই উপজেলার শায়েক গ্রামের সাহেব আলীর ছেলে। ওসি চন্দন চক্রবর্তী জানান, মুখ ঝলসে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মমিনুল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।