January 20, 2025
জাতীয়

স্ত্রীকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিল স্বামী!

পরকীয়ায় বাধা দেওয়ায় নাটোরের লালপুরে স্মৃতি বেগম (২০) নামে এক গৃহবধূকে মারধরের পর হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দিয়েছে তার স্বামী। ঘটনার পর থেকে তার স্বামী আবদুল জব্বার (৩০) পলাতক রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্মৃতি উপজেলার মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলু আলীর মেয়ে। আর জব্বার একই গ্রামের ইংরেজ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, দুই বছর আগে জব্বারের সঙ্গে ধুমধাম করেই স্মৃতির বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। তবে স্বামী জব্বার এরই মধ্যে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এ নিয়ে স্মৃতিকে মারধরও করতেন জব্বার।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্মৃতিকে বেদম মারধর করেন জব্বার। এতে ঘটনাস্থলেই স্মৃতি মারা যান। পরে ঘটনা ধামাচাপা দিতে বাড়ির পাশের পুকুরে স্মৃতির মরদেহটি ফেলে দেন জব্বার।

দুপুরে প্রতিবেশী এলাহী বক্সের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এ সময় তারা ওই মরদেহটি জব্বারের স্ত্রীর বলে নিশ্চিত হন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্নের পাশাপাশি তার সামনের দাত ভাঙা পাওয়া যায়। সুরতহাল রিপোর্ট শেষে বিকেলে
মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *