স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় গেলেন স্বামী
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজশাহীর পবা উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে গলাকেটে কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বলে পুলিশকে জানিয়েছে। দামকুড়া থানার ওসি মাজারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে শরিফুল ইসলাম রেন্টু নামের ওই ব্যক্তি থানায় এসে স্ত্রীকে হত্যার কথা জানান। রেন্টু পবা উপজেলার দামকুড়া থানার কলারটিকর গ্রামের খোকার ছেলে। তার স্ত্রী হলেন লাবলি বেগম (২৮)।
ওসি মাজারুল বলেন, স্ত্রীর পরকিয়ার জেরে রেন্টু তাকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করে থানায় এসে আত্মসমর্পন করেন। পরে তার কথা মতো পুলিশ তার বাসায় গিয়ে লাবলির গলাকাটা লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।