December 22, 2024
জাতীয়

স্ক্যানার দিচ্ছে কোরিয়া, ধরা পড়বে যেকোনো ভাইরাস

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশকে অত্যাধুনিক স্ক্যানার দেওয়ার প্রস্তাব দিয়েছে কোরিয়ান সরকার।

কোরিয়ান প্রযুক্তিতে তৈরি এই স্ক্যানারের মধ্য দিয়ে প্রবেশ করালে করোনাসহ যেকোনো ভাইরাস ধরা পড়বে বলে জানিয়েছে দেশটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের ব্রিফিংয়ে এতথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এর আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাস নিয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে আমরা রেগুলার আলাপ-আলোচনা করছি। আজকে এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়নি। গতকাল আলোচনা হয়েছে, বৃহস্পতিবারও আলোচনা হয়েছে। এটা নিয়ে আমরা কনসার্ন আছি।

‘রিসেন্টলি কোরিয়া থেকে একটা স্ক্যানিং সিস্টেম অ্যাওয়ার্ড করা হচ্ছে। গত বুধবার এটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের হোম মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রী) এটা বলেছেন। ওনার কাছে একটা অফার আসছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা আরও মডিফাইড জিনিস, যেকোনো ভাইরাস থাকলে ওটার মধ্য দিয়ে গেলেই ধরা পড়বে। আমাদের যে সিস্টেম আছে সেটাও থাকবে, ওটা থাকবে ইন ইডিশন। এটা আরও সিকিউরড। আমার কাছে চিঠিটি আসতেছে।

‘তারা এমনিতেই এটা আমাদের দেবে। টেস্ট কেস হিসেবে আমাদের দিচ্ছে। আমাদের সবগুলো এয়ারপোর্টেই তারা দেবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা কোরিয়ান টেকনোলজি, তারা এটা আবিষ্কার করেছে। তারা বলছে, এটা দিয়ে যেকোনো ভাইরাসসহ কেউ এলেই ধরা পড়বেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *