স্কুবা ডাইভিং কী? দেশের কোথায় ও কীভাবে করবেন?
বর্তমানে স্কুবা ডাইভিং পুরো বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে। সমুদ্রতলে বিচরণ করার বিস্ময়কর এক উপায় হলো স্কুবা ডাইভিং। সামুদ্রিক প্রাণীদের জগতে ভেসে ভেসে সৌন্দর্য উপভোগ করতেই স্কুবা ডাইভিং করেন সবাই।
এটি সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেখানে আপনি দেখতে পাবেন, সমুদ্রতলের রহস্য। শুধু বিদেশেই নয় বরং দেশেও এখন আপনি স্কুবা ডাইভিং করতে পারবেন। তার আগে জেনে নিন স্কুবা ডাইভিং কী, এটি কারা, কোথায় ও কীভাবে করতে পারবেন-
স্কুবা ডাইভিং কী? ডুব দিয়ে পানির নিচে সাঁতার কেটে বেড়ানোকে স্কুবা ডাইভিং বলা হয়। যারা এটি করেন তাদেরকে বলা হয় স্কুবা ডাইভার।
স্কুবা ডাইভাররা পানির নিচে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় গ্যাস ও বিশুদ্ধ বাতাস রাখেন সঙ্গে। এ কারণেই তারা ইচ্ছে মতো সাগরতলে ভেসে বেড়াতে পারেন। আর এজন্যই স্কুবা এতো জনপ্রিয়।
যদিও এটি খুব সহজ কোনো কাজ নয়। আর ইচ্ছে হলেই যে কেউ এটি করতেও পারবেন না। এর জন্য প্রয়োজন শারীরিক সুস্থতা ও প্রশিক্ষণ। এ ছাড়াও মানতে হয় কিছু শর্ত। চলুন জেনে নেওয়া যাক-
স্কুবা ডাইভিং করতে কী কী লাগবে?
>> এজন্য অবশ্যই সাঁতারে পারদর্শী হতে হবে।
>> সাঁতার জানা আর পানিতে ডুবে থাকা এক নয়। তাই স্কুবা ডাইভিং বিষয়ে আগে প্রশিক্ষণ নিতে হবে।
>> স্কুবার যন্ত্রটি কীভাবে কাজ করে কিংবা বন্ধ হলে করণীয় ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে।
>> পানির নিচে অন্যান্য স্কুবা ডাইভারদের সঙ্গে যোগাযোগ রক্ষার নিয়ম জানতে হবে। সমুদ্রতলে কথা নয় বরং ইশারার মাধ্যমে যোগাযোগ করা হয়।
কারা স্কুবা ডাইভিং করতে পারবেন না?
>> আপনার শরীরে যদি বড় কোনো অপারেশন করা হয়
>> হৃদযন্ত্রে সমস্যা থাকলে
>> কখনো স্ট্রোক করলে
>> ফুসফুস কিংবা কিডনির সমস্যা থাকলে
>> সর্দি-কাশি হলে
>> হাঁপানি, শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপের রোগীরা।
আরও যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি
>> যে স্কুবা ডাইভিং অ্যাজেন্সির কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তারা কতটা দক্ষ তা আগে ভালো করে খোঁজ নিন।
>> সমুদ্রে নামার আগে স্কুবার যন্ত্রগুলো ঠিক আছে কি না তা বারবার পরীক্ষা করুন।
>> আবহাওয়া সম্পর্কে সচেতন থাকুন। সমুদ্রের জোয়ার ভাটার সময় জেনে নিন।
>> প্রশিক্ষক ছাড়া একা একা সমুদ্রে নামবেন না।
দেশে কোথায় করবেন স্কুবা ডাইভিং?
স্কুবা ডাইভিংয়ের জন্য আপনাকে এখন আর বিদেশে যেতে হবে না। দেশেও এটি করতে পারবেন। প্রতিবছর নভেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে স্কুবা ডাইভিং করা যায়।
রোমাঞ্চকর এই অভিযান পরিচালনা করে থাকে দেশের কয়েকটি অ্যাজেন্সি। এদের মধ্যে আছে- কোরাল ভিউ রিসোর্ট, ঢাকা ডাইভার্স ক্লাব ও ওশেনিক স্কুভা ডাইভিং সার্ভিং। প্রশিক্ষণসহ খরচ পড়ে ৩৫০০-৪০০০ টাকার মতো।
এখন অনেকেই সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন। তারা চাইলেই স্কুবা ডাইভিং করে আসতে পারেন। এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিযান।