সৌরভের হৃদযন্ত্রে আজই বসানো হবে দুটি স্টেন্ট
বুকের ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এটা গতকালের খবর। তবে সৌরভ ভক্তরা সর্বক্ষণ উদ্বিগ্ন, কী অবস্থায় রয়েছেন তাদের প্রিয় তারকা? কী চিকিৎসা দেয়া হচ্ছে তাকে?
ভক্তদের জন্য আপাতত সংবাদ হচ্ছে, সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে তার ভাল ঘুমও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির উপস্থিতিতে আজ তার এনজিওগ্রাম করা হবে। তাতে জানা যাবে, সৌরভের হৃদযন্ত্রের দমনিতে কয়টি ব্লক রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কলকাতার অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের দুটি ধমনির ব্লকেজ দেখে নিতে চান চিকিত্সকরা। প্রয়োজন হলে আজই সেই দুটি ব্লকেজ সারিয়ে দুলতে ২টি স্টেন্ট বসানো হতে পারে। দেবি শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বাই থেকে আসছেন একজন বিশেষজ্ঞ চিকিত্সক।
বুধবার দুপুরে বুকে ব্যথা অনুভব করায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ৭ জানুয়ারি তিনি উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সেবার উডল্যান্ডসে তার বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল।
গত ২ জানুয়ারি প্রথম হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তার তিনটি ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনিতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনিতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে, নির্দিষ্ট কারণ নেই।
তবে সৌরভের অসুস্থতার পরই নানা মহলে প্রশ্ন উঠছে, তার ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনো চাপ তৈরি হয়েছিল? সে কারণেই কী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন? তবে এ বিষয়ে পরিস্কার কোনো ধারণা পাওয়া যায় না।