সৌদি ফেরত দম্পতি কোয়ারেন্টিনে
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা এক দম্পতির মধ্যে শ্বাসকষ্টের লক্ষণ দেখা যাওয়ায় তাদের ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।
মঙ্গলবার ভোরের একটি ফ্লাইটে ওই বাংলাদেশি দম্পতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সৌদি আরবে থাকা অবস্থাতেই তাদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছিল বলে তারা বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রে জানিয়েছেন।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাক্তার শাহারিয়ার সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের শ্বাসকষ্ট ছিল। সেখানে চিকিৎসা করানোর পরও ভালো হচ্ছিল না। এ অবস্থায় তারা দেশে চলে আসেন। তাদের শারীরিক অবস্থা তেমন খারাপ নয়, তবে তাদের শরীরে নভেল করোনাভাইরাস আছে কিনা নিশ্চিত হওয়া দরকার।”
ওই দম্পতির বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। একই ফ্লাইটে তাদের ছেলেও দেশে ফিরেছেন, যিনি সৌদি আরবে যাওয়ার আগে চীন ভ্রমণ করেছিলেন।
ডা. সাজ্জাদ বলেন, “এটা গুরুত্বপূর্ণ। তবে তাদের ছেলের মধ্যে সেরকম কোনো লক্ষণ বা উপসর্গ আমরা দেখিনি।”
এর আগে সোমবার ইতালি থেকে ফেরা দুজন এবং সিঙ্গাপুর থেকে আসা একজনকে কোয়ারান্টিনে পাঠিয়েছিল বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র। তাদের দুজনের শ্বাসকষ্ট এবং একজনের শরীরে জ্বর ছিল।
ইতালিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, সেখানে এক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে কভিড-১৯ রোগীর মধ্যে পাঁচজন বাংলাদেশি।
তিন মাস আগে চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর ঢাকার বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা শুরু করা হয়। সন্দেহজনক কোনো রোগী পেলেই পাঠানো হচ্ছিল হাসপাতালে।
অনেককে পরীক্ষা করা হলেও রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
যে তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে তাদের দুজনই ইতালি থেকে এসেছেন। অন্যজন তাদেরই একজনের স্বজন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে কেউ এলে কয়েকদিন বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
কারও জ্বর কিংবা শ্বাসকষ্ট হলে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ মুহূর্তে যারা বিদেশে অবস্থান করছেন, তাদের দেশে ফিরতে নিরুৎসাহিত করছে আইইডিসিআর।