সৌদি আরবে কারফিউয়ের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ল
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে।
গত চারদিনের এক একটি দিনে দেশটিতে করোনাভাইরাসে ৩শ’র বেশি মানুষের নতুন আক্রান্ত হওয়ার খবর আসার পর সৌদি বাদশাহ সালমান এ পদক্ষেপ নিলেন।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।
এর আগে গত ২৩ মার্চ সৌদি আরব জুড়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল প্রশাসন। এর মেয়াদ শেষের সময়ই আবার তা বাড়ানোর ঘোষণা এল।
গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল। প্রাথমিকভাবে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারির পর তা বাড়ানো হয়।
এবার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তাছাড়া, সৌদি আরবের ১৩ টি অঞ্চলে পূর্বঘোষিত সতর্কতামূলক সব পদক্ষেপই বহাল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সৌদি আরবে মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৩ জন। মারা গেছে ৫২ জন। উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে এ সংখ্যা সবচেয়ে বেশি।
ভাইরাস সংক্রমণ ঠেকাতে সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে, ওমরাহ বাতিল করেছে এবং বেশিরভাগ জনসমাগম স্থানও বন্ধ করেছে।
উপসাগরীয় অন্যান্য দেশগুলোও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।