সৌদির কাছে ৬৫০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এবারই প্রথম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পেন্টাগন সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৮০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে পেন্টাগন একথা জানায়। একই সঙ্গে তারা অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিষয়টি মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে।
মার্কিন কংগ্রেসে চুক্তিটি অনুমোদন পেলে উপসাগরীয় দেশগুলোর কাছে বাইডেন প্রশাসন প্রতিরক্ষা মূলক অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রথমটি হবে এটি।
পেন্টাগন জানায়, নতুন চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৮০টি মাঝারি পাল্লার অত্যাধিুনিক এআইএম-১২০সি-৭/সি-৮ ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে পারবে। রেথিয়ন টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে।
পেন্টাগনের এক মুখপাত্র জানান, গত এক বছরে সৌদি আরবের সীমান্ত এলাকায় ড্রোন হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই সৌদি আরব যাতে নিজেদের নিরাপদ রাখতে পারে সেজন্য আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরো জানান, অস্ত্র বিক্রির সিদ্ধান্তটি চলতি বছরের ২৬ অক্টোবর নেওয়া হয়েছে।