সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় আসার পথে গাড়ি উল্টে ২ জন বাংলাদেশি নিহত হয়েছে। এতে আরও ৩ জন আহত হয়। গতকাল শনিবার সকালে জেদ্দার জান্নাতুল বাকি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ (২৬) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে এবং মেহজাবিন ফাহিম (২৪) বন্দরের সালেহনগর এলাকার ভূঁইয়া বাড়ির (হাজী বাবা সালেহর মাজার সংলগ্ন)সালাউদ্দিনের ছেলে।
আহতরা হলেন- মতিউর রহমান (৩০), হানিফা (২৪) ও সেলিম (৩৪)। নিহত ও আহতরা জেদ্দায় একটি মাছের মার্কেটে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
মুছাপুর ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ৩ বছর আগে মাছের আড়তে কাজ নিয়ে সৌদি আরবে যান তারা। মাছের বকেয়া টাকা আনতে একটি পাজেরো গাড়ি নিয়ে শনিবার জেদ্দা থেকে মদিনায় যান। পরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে জান্নাতুল বাকি মসজিদ এলাকায় গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সাজ্জাদ ও ফাহিম নিহত হন। এ সময় ওই গাড়িতে থাকা মতিউর রহমান, হানিফা ও সেলিম নামে ৩ জন আহত হন।