January 5, 2025
আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সৌদি আরবের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে ১০ জন নিহত হন।

গাড়িতে ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের লাশ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *