January 17, 2025
জাতীয়

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসীর মৃত্যু

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সৌদি আরবের রিয়াদ শহরের একটি বাসায় নিজের জন্য রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। ইসমাইল ল²ীপুরের রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামের আমান উল­ার ছেলে। তার মরদেহ বর্তমানে সৌদি আরবের রিয়াদ হাসপাতাল মর্গে রয়েছে।

ইসমাইলের স্ত্রী ফেন্সি বেগম জানান, ১০ বছর ধরে তার স্বামী সৌদি আরবের রিয়াদ শহরে একটি আবাসিক ভবনের তত্ত¡াবধায়কের কাজ করেন। চার বছর আগে বাড়িতে এসে ছুটি শেষে আবার ফিরে যান। গত ১৩ দিন আগে ইসমাইল রিয়াদ শহরে একটি বাসায় নিজের জন্য রান্না করতে গিয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। এতে তার মুখসহ শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সকালে তার বন্ধু আলাউদ্দিন সৌদি থেকে ফোনে জানিয়েছেন ইসমাইল মারা গেছেন।

ইসমাইলের মৃত্যুর সংবাদে স্ত্রী ও সন্তান কান্না ভেঙ্গে পড়েন। পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন পাগল প্রায় ইসমাইলের পরিবারের সদস্যরা।

রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমির হোসেন বলেন, স্বজনদের কাছ থেকে ইসমাইলের মৃত্যুর খবর পেয়েছেন। দ্রুত মরদেহ দেশে আনতে ইসমাইলের স্ত্রী ও সন্তান দাবি জানিয়েছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পি রানী রায় বলেন, খোঁজ খবর নিয়ে নিহতের পরিবারকে সমবেদনা জানানো হবে। নিহত প্রবাসীর মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনা হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *