January 21, 2025
আন্তর্জাতিক

সৌদিতে করোনায় প্রথম মৃত্যু

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭ জনে। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। সোমবার (২৩ মার্চ) রাতে তার স্বাস্থ্যের দ্রæত অবনতি ঘটলে মদিনার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার সন্ধ্যায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই কারফিউয়ের আদেশ দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *