সৌদিতে ওমরাহ পালনে গিয়ে খুলনার চিকিৎসকের ইন্তেকাল
দ: প্রতিবেদক
পবিত্র ওমরহ হজ্ব পালনে সৌদি আরবে গিয়ে খুলনার গাজী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. লস্কর শওকতউজ্জামান (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ….. রাজেউন)। গতকাল শনিবার দুপুর ২টায় সৌদি আরবের আজইয়াদ ইমার্জেন্সি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন।
বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ডা. লস্কর শওকতউজ্জামান গত ৫ জানুয়ারি ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন এবং ৭ জানুয়ারি অসুস্থ হয়ে মক্কা নগরীর আজইয়াদ ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনুর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্মদ হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা. মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ।