সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার পথে পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন চলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল পৌনে ৪টায় ওই ব্যক্তি উদ্যানে ঢোকার সময় তল্লাশিতে পিস্তলসহ ধরা পড়েন বলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান।
তার আধা ঘণ্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪০)। তিনি পুলিশকে বলেছেন, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন। এ বিষয়ে ডিএমপির সহকারী কমিশনার হাসিনুজ্জামান বলেন, আমরা বিষয়টি যাচাই করে দেখছি।