March 11, 2025
আঞ্চলিক

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফোরামের বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল বুধবার সকাল ১০টায় সোনালী ব্যাংক ভবন, খুলনা কনফারেন্স রুমে সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি হালদার মাহফুজুল হক।

সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান ও সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী’র পরিচালনায় ফোরামের সার্বিক বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, ডিজিএম (অবঃ) মির খবির উদ্দিন আহমেদ, জিএম (অবঃ) হারুন অর রশীদ খন্দকার, ডিজিএম (অবঃ) ড. শেখ গোলাম সাকলায়েন, পিও খুলনার ডিজিএম মোঃ শহীদুল আলম, ডিজিএম (অবঃ) জয়নাল আবেদীন, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, বেগম নাজমা সুলতানা, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, প্রফুল্ল কুমার মণ্ডল, শাহজাহান আলী বিশ্বাস, হাবিবুল্লাহ খান, নূরজাহান সুলতানা, ইলিয়াস আলী মালঙ্গী, গোলাম আম্বিয়া, আফজাল হোসেন, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, বেলায়েত হোসেন, মিজানুর রহমান, সেকেন্দার হায়াত, নূরুল ইসলাম, মোজাফফর হোসেন, দিপু মণ্ডল, ইব্রাহিম হোসেন, নৃপেন রায়চৌধুরী, মতিয়ার রহমান খান বাবলু, এস এম মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য হালদার মাহফুজুল হককে সভাপতি, কাজী শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং অবসরপ্রাপ্ত ২ জন জিএম, ৮ জন ডিজিএম, ৮ জন এজিএম ও অন্যান্য নির্বাহীবৃন্দ সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *