সোনালী জুট মিলস ২৩ ডিসেম্বর থেকে মিল চালু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল সিবিএ এক শ্রমিক জনসভা সোনালী জুট মিলস ঈদগাহ ময়দানে গতকাল শুক্রবার বিকাল ৪টায় সিবিএ সভাপতি মুন্সি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সিবিএ সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুল, আঃ বারেক হাওলাদার, আঃ আউয়াল, রফিকুল ইসলাম, সাজেদুল ইসলাম, আক্বার ঢালি, মনোয়ার হোসেন, হারেছ প্রমুখ।
সভায় সিবিএ নেতারা বলেন, মালিকপক্ষের সাথে তাদের বৈঠক হয়েছে, ৮ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকে মিলটি পুনরায় চালু হবে। উল্লেখ্য আংশিক চালু থাকা মিলটি গত ১৫ ডিসেম্বর শ্রম আইন লংঘন করে এক নোটিশে মিলটি বন্ধ করা হয়েছিল।