May 14, 2025
আঞ্চলিক

সোনালী জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিলস্ লিঃ শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজুরী, বোনাস, পূর্ণাঙ্গ মিল চালু, সকল শ্রমিকদের কাজে যোগদান, পাওনা ছুটি চালু  ও সিবিএ নির্বাচনের দাবীতে নন সিবিএ ও সাধারণ শ্রমিকদের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় দিঘলিয়ার মহেশ্বরপুর স্কুল ময়দানে এক শ্রমিক সমাবেশঅনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ শামসুল হক।

সমাবেশে বক্তৃতা করেন মোঃ আমজাদ হোসেন, মোঃ সেকেন্দার আলী, মোঃ ওবায়দুর রহমান, মোঃ লিয়াকত মুন্সি, বাবুল হোসেন, চাঁন মিয়া, বিল্লাল হোসেন, মোঃ বাবলু, মীর জলিল, আবুল কাশেম, জুম্মান, আবুল কালাম, আবু হানিফ, মোঃ ফারুক হোসেন, মোঃ লুৎফর রহমান প্রমুখ। সমাবেশ শেষে মহেশ্বরপুর স্কুল ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল ক্যাবল শিল্প ঘাটে এসে শেষ হয়।

সভায় বক্তারা বলেনম মেয়াদ উত্তীর্ণ সিবিএ অবৈধ ভাবে ক্ষমতা আটকে রেখে আংশিক মিল চালু করে শ্রমিক কর্মচারীদের উপর জুলুম নির্জাতন অব্যাহত রেখেছে। বক্তারা অনতি বিলম্বে সকল দাবী সহ সিবিএ নির্বাচনের তারিখ ঘোষনা করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *