সোনালী অতীত ক্লাব খুলনা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোনালী অতীত ক্লাব, খুলনার বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার বেলা ১১টায় খুলনা জেলা স্টেডিয়াম ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজমল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসূচি অনুযায়ী ক্লাবের গঠনতন্ত্র সংশোধন, আন্তর্জাতিক ভ্যাটেনার্স মাস্টার্স কাপ ফুটবল টুর্ণামেন্ট খুলনায় সম্পন্ন করা ও ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনী সমন্বয় সাব-কমিটি গঠন করা হয়। এছাড়া ক্লাবের সাংগঠনিক প্রস্তাবনা উপস্থাপন করেন ক্লাবের দপ্তর সম্পাদক এস এম সোহরাব হোসেন। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ আবুল হোসেন আবুল।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ক্লাবের সহ-সভাপতি আফজালুর রহমান, নূরুল ইসলাম কালু, কাজী নাসিবুল হাসান শানু, ওয়াহিদুজ্জামান খান পল্টু, বীরেন দাস বিরু, মোস্তাফিজুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এস এম মনির, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক হাসান তৌফিক মাহফুজ মুন্না, নির্বাহী সদস্য এ কে আব্দুস রকিব, খাইবার হোসেন সমেরু, হাজী মোতালেব মিয়া, এম এহসানুল হক প্রমুখ।