সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
সোনালি দিন প্রতিবন্ধী সংস্থার গতকাল শনিবার সকাল দশটায় নগরীর নিরালাস্থ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মোঃ সাবির খান, সাজেদা ইসলাম, আঃ সালাম শিমুল, সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, খাদিজা কবীর তুলী, আফরোজা জেসমিন বীথি, মো. সবুজুল ইসলাম, বনানী সুলতানা ঝুমু, ইরানী আকরাম, সাহিদা, জেসমিন, সাবিনা ইয়াসমিন, মো. নিঝুম হাসান শ্র“তি, নাজনীন জাহান সৌমী, খোদেজা বেগম, রিফাত জেবিন শান্তা, হাফিজা খাতুন, পূজা সরকার, ঝুমা রায় প্রমুখ।