সোনারগাঁয়ে দুই বোনকে গণধর্ষণে ৫ জনের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে দুই বোনকে গণধর্ষণের মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলো- সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার হযরত আলীর ছেলে শাহ আলম, একই এলাকার আব্দুল খালেকের তিন ছেলে খোকন, এমদাদ, ইকবাল এবং হাবিবুলার ছেলে জিয়া। এ মামলায় ওপর আসামি হাকিম মিয়ার ছেলে নজরুল ইসলাম হোমা খালাশ পেয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছে।
আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, লালমনিরহাট থেকে দুই বোন স্বপরিবারে সোনারগাঁয়ে চাচার বাড়িতে বেড়াতে এসে ২০১০ সালের ২৮ মে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছয় জনের নাম উলেখ করে থানায় ধর্ষিতাদের মধ্যে একজন মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল।