সোনাবাড়ীয়া ও যুগিখালিতে কম্বল বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় সরকারের দেয়া বরাদ্দকৃত গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নারী- পুরুষ মিলে ২শ’৬৮ জন অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সকালে কম্বল বিতরণ উদ্বোধন করেন সোনাবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ কারুজ্জামান, রফিকুল ইসলাম, লিয়াকত গাজী, আসাদুজ্জামান আসাদ, হাশেম আলী, আরশাফ হোসেন, হাসান আলী প্রমুখ।
অন্যদিকে কলারোয়ায় সরকারের ধারাবাহিক উন্নয়নের সাফলতা ধরে রাখতে সরকারের দেয়া বরাদ্দকৃত গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ২শ’৫৬ জন অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সকালে কম্বল বিতরণের উদ্বোধন করেন যুগিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্যগণ আব্দুল জলিল, এরশাদ আলী, শাহাজান সরদার, আবু বক্কর মোড়ল, আব্দুর রশিদ সানা, মাসুরা পারভীন, সাজেদা খাতুন প্রমুখ।