সোনাডাঙ্গা থানা যুব ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল গতকাল শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুবনেতা তুষার বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাবেক যুব ইউনিয়ন নেতা নিতাই পাল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা আফজাল হোসেন রাজু, জয়দেব বাছাড়, বাদল রায়, শেখ মোঃ শুকুর আলী, শেখ মোঃ সেলিম, মোঃ সোহাগ গাজী, মোঃ রাকিব হোসেন, উৎস ঘোষ, শেখর মণ্ডল প্রমুখ। কাউন্সিলে তুষার বর্মণকে সভাপতি, মোঃ শুকুর আলীকে সাধারণ সম্পাদক এবং শেখ মোঃ সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক সোনাডাঙ্গা থানা কমিটি গঠন করা হয়।