December 23, 2024
আঞ্চলিক

সোনাডাঙ্গা থানা পেশাজীবী শ্রমিক লীগের প্রস্তুতি সভা

 

 

মহান মে দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৫টায় সোনাডাঙ্গা মডেল থানা পেশাজীবী শ্রমিক লীগের এক প্রস্তুতি সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা মডেল থানার আহŸায়ক মোঃ মোশাররফ হোসেন এবং পরিচালনা করেন সদস্য সচিব মিরাজ বেপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মাস্টার আতাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, খুলনা সদর থানার আহŸায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব আল আমিন গাজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূর ইসলাম হাওলাদার, কামাল হোসেন, লাভলু শেখ, রোকনুজ্জামান রোকন, ফিরোজ আহমেদ, আল আমিন গাজী, খন্দকার আজগর আলী, শাহ আলাম হাওলাদার, আনোয়ার হোসেন, মাসুদ রানা, রবিউল ইসলাম রাবু, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম শহিদ, সাগর মোল্লা, অশোক কুমার রায়, ইবাদত আলী গাজী, আনসার আলী মহুরী, আঃ গফুর শেখ, আঃ রাজ্জাক পাঠান প্রমুখ। সভায় আগামী ১লা মে সকাল ৮টায় রয়্যাল চত্বর মোড়ে সকলকে সমবেত হওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *