সোনাডাঙ্গায় ৩৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে ৩৭৪ পিস ইয়াবাসহ মোঃ জসিম উদ্দিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। রবিবার সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জসিম রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি শুক্করছড়ি, রিজার্ভ ফরেষ্ট এলাকার মোঃ মোজায়ের মিয়ার ছেলে।
র্যাব-৬ সূত্র জানায়, একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পশ্চিম পাশে জনৈক মোঃ ইউসুফ আলী সরদার এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ